বিএসএমএমইউতে তৃতীয় লিঙ্গ শিশুদের জন্য বিশেষ চিকিৎসা: স্বাভাবিক জীবনের পথে পথপ্রদর্শন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

 

অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণকারী শিশু পরিণত বয়সে সমাজে পরিচিতি পায় তৃতীয় লিঙ্গ হিসেবে। শারীরিক ও সামাজিক জটিলতার কারণে তাদের প্রায়ই অবজ্ঞা ও অবহেলার শিকার হতে হয়। এসব শিশুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শুরু করেছে বিশেষ চিকিৎসা, যার মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনের পথে এগোতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন ব্যাখ্যা করেন, অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ লিঙ্গের শিশুর বাইরের প্রজনন অঙ্গ (ফেনোটাইপ) ও জিনগত ভেতরের অঙ্গ (জেনোটাইপ) প্রায়শই ভিন্ন হয়। এই অবস্থাকে ডিজঅর্ডার অব সেক্সুয়াল ডেভেলপমেন্ট (ডিএসডি) বলা হয়। জন্মের পর শিশুর বাবা-মা বা শিশুসংক্রান্ত বিশেষজ্ঞ বিষয়টি চিহ্নিত করতে পারেন।

শিশুরা এন্ডোক্রাইনোলজিস্ট ও পেডিয়াট্রিক সার্জনদের সহায়তায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত সেক্স অনুযায়ী চিকিৎসা পায়। ছোট বয়সে যদি অপারেশন করা যায়, তবে শিশুর শারীরিক ও হরমোনাল বিকাশ স্বাভাবিক পথে হয়। এভাবে সেকেন্ডারি সেক্স কারেক্টার ও দৈহিক বৈশিষ্ট্যও সঠিকভাবে গড়ে ওঠে।

বিএসএমএমইউর পেডিয়াট্রিক ইউরোলজি বিভাগে ১০টি শয্যা নিয়ে ডিএসডি রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। অসচ্ছল পরিবারের শিশুদের জন্য সমস্ত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে। সামর্থ্যবানদের জন্যও খরচ তুলনামূলকভাবে কম। হাসপাতালের খাবার সরবরাহ করা হয় এবং প্রয়োজন হলে পরিবার বাইরে থেকে খাবার আনতে পারে।

অধ্যাপক জাহিদ হোসেন জানান, অস্ত্রোপচারের পর শিশুরা তাদের প্রকৃত লিঙ্গে ফিরে আসে। হরমোনাল থেরাপির মাধ্যমে পূর্ণ মেয়ের বা ছেলের মতো বিকাশ নিশ্চিত করা হয়। তবে প্রতিটি সার্জারিতে ঝুঁকি থাকে এবং কখনো একাধিকবার অস্ত্রোপচার করতে হতে পারে। এজন্য সচেতনতা ও ফলোআপ অপরিহার্য।

আইনি জটিলতা কম, কারণ শৈশবে সার্জারের ক্ষেত্রে পিতা-মাতার অনুমতি নেয়া হয়। এটি শিশুদের স্বাভাবিক পরিচয় নিশ্চিত করে এবং ভবিষ্যতে উত্তরাধিকার বা আইনি সমস্যার সম্ভাবনাও কমায়।

এদিকে, স্বাভাবিক জীবনের প্রত্যাশায় শিশুকে নিয়ে অভিভাবকরা ধীরে ধীরে বিএসএমএমইউতে আসা শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমরা আশা করছি, চিকিৎসার মাধ্যমে আমাদের কলিজার টুকরা স্বাভাবিক জীবনের সন্ধান পাবে।”

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226