চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জয়নাল হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে। আহতরা হলেন— খাজা আহমেদ (৫৭), জাহীর (৫০) ও দিপু (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসুদ আলি ও নুরুল ইসলামের মধ্যে জমি নিয়ে মামলা ও বিরোধ চলছিল। সকালে তারা মাঠে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা-পাল্টা হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়।
সংঘর্ষে গুরুতর আহত জয়নাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”