বিক্ষোভ ও পাল্টাপাল্টি কর্মসূচিতে ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহের কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঘটনার সূত্রপাত হয় হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা আবু রায়হানকে কেন্দ্র করে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে তিনি বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। রায়হান বারবার দুঃখপ্রকাশ করলেও অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ করে ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন। এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত শ্রমিককে পুলিশ আটক করে।

এর প্রতিক্রিয়ায় শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস আটকা পড়ে, যাত্রীদের ভোগান্তি বাড়ে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দাবি ছিল, দোষীদের শাস্তির পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার করতে হবে এবং তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখতে হবে। জানা গেছে, ওই সার্ভিসে আমিনুল হক শামীমের ১৬টি বাস রয়েছে। অপরদিকে পরিবহন শ্রমিকরা আটক সহকর্মীর মুক্তি ও নিরাপত্তা নিশ্চিতে আন্দোলনে নামে।

পরে ছাত্র প্রতিনিধি ও পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা শেষে সমঝোতা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধান্ত নেওয়া হয়, আমিনুল হক শামীমের ১৬টি বাস সাময়িকভাবে বন্ধ থাকবে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন এবং শ্রমিকরাও অবরোধ তুলে নেন।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন বলেন, “ফেডারেশনের নির্দেশে সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে।”

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226