এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯, সাংবাদিক লাঞ্ছিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে কেন্দ্র করে দুই তরুণের ভালোবাসার প্রতিদ্বন্দ্বিতায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় চলা এই সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ভিডিও করায় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।

সংঘর্ষটি ঘটে পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে। দীর্ঘদিন ধরে মেয়েবন্ধু নিয়ে চলমান বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা রোববার রাতে সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রমজান ও তুহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত জসিম (২৫), তারিব (১৭), আরাবী (১৭) ও ফাহিম (২০) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি বাদল হোসেন হামলার শিকার হন। তিনি জানান, “আমি পূর্ব চৌরাস্তায় সংঘর্ষের ভিডিও ধারণ করছিলাম। হঠাৎ যুবদলের লিয়নসহ কয়েকজন আমার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।” পরে স্থানীয়দের সহায়তায় তার মোবাইল ও আইডি কার্ড ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা লাঞ্ছনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম বলেন, “এক কলেজছাত্রীকে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম খান জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226