গায়ে হলুদের রাতেই হৃদরোগে কনের মৃত্যু, উৎসবের বদলে নেমে এলো শোক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামে আনন্দমুখর বিয়ের আয়োজন মুহূর্তেই পরিণত হলো শোকে। গায়ে হলুদের রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌমিতা খাতুন (২৫)। শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৌমিতা খাতুন হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক গাজীউর রহমানের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন সোমবার (১৩ অক্টোবর) তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে মৌমিতা পরিবারসহ বগুড়ায় কেনাকাটা করতে যান। সেখানে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপ্রত্যাশিত এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিয়েবাড়ির আলোকসজ্জা মুহূর্তেই নিভে যায়। আনন্দের জায়গায় নেমে আসে গভীর শোকের ছায়া। পুরো এলাকায় নেমে আসে নীরবতা, কাঁদতে থাকে আত্মীয়স্বজন ও পরিচিতজনরা।

স্থানীয়রা জানান, মৌমিতা ছিলেন বিনয়ী ও মেধাবী তরুণী। তার হঠাৎ মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো গ্রামই স্তব্ধ হয়ে গেছে। যে বাড়িতে আজ বিয়ের আনন্দ ছড়ানোর কথা ছিল, সেখানে এখন কান্নার রোল বইছে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226