মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: শেখের ভিটার যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ (ভিডিও)

মো. ইব্রাহিম খান, জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৪ এএম

ছবি: মনোযোগ প্রকাশ

জামালপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের শেখের ভিটা মহল্লায় ঘটে গেল এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনা। দীর্ঘ ২২ বছর ধরে এক মানসিকভাবে অসুস্থ নারী—যিনি এলাকাবাসীর কাছে “পাগলী” নামে পরিচিত ছিলেন—মানবেতর জীবনযাপন করছিলেন। রাস্তায় কুড়ে ঘর বানিয়ে কিংবা কখনো অন্যের জমিতে তাবু খাটিয়ে তিনি দিন কাটাতেন। স্বামী-সন্তানহীন এ নারী ছিলেন সমাজের সকল সহানুভূতির বাইরে; না ছিল নিরাপদ আশ্রয়, না ছিল চিকিৎসা বা নিয়মিত যত্নের কোনো সুযোগ। তবুও নীরবে সহ্য করতেন জীবনের কঠিন সংগ্রাম।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকেলে শেখের ভিটার রাস্তায় নিজের কুঁড়েঘরেই নিঃশব্দে মৃত্যুবরণ করেন তিনি। পরদিন স্থানীয়দের নজরে আসে তার মৃত্যু সংবাদ। সমাজের অনেকেই যেখানে এমন ঘটনায় মুখ ফিরিয়ে নেন, সেখানে শেখের ভিটার তরুণ সমাজ দেখিয়েছে অনন্য এক মানবিক উদাহরণ। 

ছবি: মনোযোগ প্রকাশ

স্থানীয় যুবকরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই অসহায় নারীকে যথাযথ ইসলামী রীতিতে দাফনের ব্যবস্থা করেন। জামালপুর কেন্দ্রীয় গোরস্থানে মর্যাদার সঙ্গে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। শুধু তাই নয়, তার আত্মার মাগফিরাত কামনায় ১১ অক্টোবর ২০২৫, শনিবার শেখের ভিটা মহল্লায় আয়োজন করা হয় এক বিশেষ মিলাদ মাহফিল ও প্রায় ৬০০ মানুষের খাবারের ব্যবস্থা।

এই মহতী মানবিক আয়োজনের নেতৃত্ব দেন শেখের ভিটার তরুণ সংগঠকরা—মোঃ হেলান উদ্দিন, দিপু আহমেদ, রাকিবুল হাসান (বিপুল), সোহাগ আহমেদ, রবিন শেখ, প্রান্ত, মোঃ রবিন, খুশু আহমেদ, মোঃ আসলাম, মোঃ হাসিবসহ এলাকার আরও অনেক যুবক। তাদের আন্তরিকতা ও ঐক্য শেখের ভিটা তথা পুরো জামালপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

মানুষ হিসেবে দায়িত্ববোধ ও সহানুভূতির যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অবহেলিত, নিঃস্ব ও একাকী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা—এই বার্তাই যেন তারা পৌঁছে দিয়েছেন সকলের কাছে।

এক তরুণ স্বেচ্ছাসেবক বলেন, “আমরা শুধু চাই সমাজের কেউ যেন অবহেলিত হয়ে না মরে। সবাই যদি একটু এগিয়ে আসে, তবে এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।”

 

শেখের ভিটার তরুণদের এই উদ্যোগ প্রমাণ করেছে—মানবতা এখনো বেঁচে আছে, শুধু প্রয়োজন আন্তরিক হৃদয়ের স্পর্শ।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226