সিরাজগঞ্জে সাংবাদিক নির্যাতনের অভিযোগে দুই যুবদল নেতার নামে মামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। অভিযোগপ্রাপ্তরা হলেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে তাড়াশ পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় রাজীব আহমেদ মাসুমের বাড়ির আঙিনায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম আসিফ দৈনিক সবুজ বাংলা পত্রিকার চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং তালম ইউনিয়নের চককলামুলা রানীরহাট এলাকার বাসিন্দা। নিরাপত্তার আশঙ্কায় তিনি বুধবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, স্থানীয় সুফলভোগীদের একটি পুকুর দখল নিয়ে বিরোধের ঘটনায় রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ করা হয়। এরপর কয়েকটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে দুই নেতা তাকে রাতে বাড়িতে ডেকে নিয়ে গাছে বেঁধে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়া জোরপূর্বক তার মাধ্যমে স্বীকারোক্তিমূলক ভিডিও তৈরি করা হয়।

অভিযোগ অস্বীকার করে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা জানিয়েছেন, সাংবাদিককে নির্যাতনের কোনো অভিযোগ সত্য নয়।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226