সাভারে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯০০ পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার বিকেলে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা থেকে। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁর ছেলে মোঃ মনির খাঁ (৩৮) এবং তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। তারা বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার ওমরের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বক্তারপুর এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে বলে জানা যায়। এ তথ্যের পর অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226