তালাবদ্ধ দোকান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাতে শহরতলীর গোপীনাথপুর এলাকার একটি কাঠের দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তাসলিমার স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, গোপীনাথপুর গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকানে ফার্নিচারের কাজ করতেন। রোববার সকালে দোকানে আসেন তিনি, কিছুক্ষণ পর তার স্ত্রী তাসলিমাও সেখানে আসেন। বিকেলে তাঁদের ছেলে বাড়িতে এসে বাবা-মা কাউকেই না দেখে খোঁজ শুরু করে। একপর্যায়ে দোকানে গিয়ে সে ভেতরে মায়ের নিথর দেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। ঘটনার তদন্ত চলছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226