পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এ পাওয়া অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক বাহিনীর ড্রোন সক্ষমতা জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে দেশটির সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিরক্ষা ও বিশেষ বাহিনীর জন্য ৮৫০টি কামিকাজি ড্রোন কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব ড্রোন লয়টারিং মিউনিশন নামেও পরিচিত।
প্রতিরক্ষা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। সূত্রগুলো জানায়, প্রস্তাবটি বর্তমানে অধিগ্রহণ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) অনুমোদন পেতে পারে। চলতি মাসের শেষ দিকে কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র অনুযায়ী, এই ড্রোন ক্রয় প্রক্রিয়া ফাস্ট-ট্র্যাক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। ড্রোন ও সংশ্লিষ্ট লঞ্চার সম্পূর্ণভাবে দেশীয় উৎস থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে সংগৃহীত একাধিক ধরনের কামিকাজি ড্রোন ব্যবহার করছে, তবে ভবিষ্যতে আরও প্রায় ৩০ হাজার ড্রোন সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এদিকে পুনর্গঠনের অংশ হিসেবে সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে বিশেষ ‘অশনি’ প্লাটুন গঠন করা হবে। এসব প্লাটুনের প্রধান দায়িত্ব থাকবে ড্রোন পরিচালনা ও যুদ্ধক্ষেত্রে সহায়তা প্রদান।
প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে ব্যাপকভাবে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতার ভিত্তিতেই ড্রোন সক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। ওই অভিযানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ড্রোন ব্যবহার করা হয়।