রংপুরের বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বুধবার (৮ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শোক প্রকাশ করে বলেন, লাকু ছিলেন দলের একজন বলিষ্ঠ নেতা, যিনি ছাত্রজীবন থেকে বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাস রেখে রাজনীতি শুরু করেন এবং জেলা বিএনপিকে সুসংগঠিত করতে নিবেদিতপ্রাণভাবে কাজ করেছেন।
তারেক রহমান আরও জানান, লাকুর মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি এবং তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
লাকু ঢাকা থেকে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।