যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ইসলামী আন্দোলনের মানববন্ধন মঙ্গলবার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয় দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতিঝিলে অবস্থান করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার থানা নেতাকর্মীরা অবস্থান করবেন দৈনিক বাংলা মোড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত,
আর ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অবস্থান করবেন শাহবাগ থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত।

এই কর্মসূচির মাধ্যমে দলটি তাদের ৫ দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226