আ.লীগে যোগ দেওয়া রফিকুল এবার নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিএনপির রাজনীতিতে আবারও আলোচনায় সাবেক নেতা মো. রফিকুল ইসলাম। ২০১৪ সালে ফুলের তোড়া হাতে আওয়ামী লীগে যোগ দেওয়া রফিকুল এখন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন।
রফিকুলের দলবদলের সিদ্ধান্তে তৃণমূল বিএনপিতে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, রফিকুল একজন ‘হাইব্রিড নেতা’, দলের দুঃসময়ে আওয়ামী লীগে গিয়ে এখন সুদিনে ফেরত আসছেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুল ইসলাম জানান, যারা পূর্বে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, তাদের পুনরায় বিএনপিতে অনুপ্রবেশের সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রফিকুল ইসলাম অবশ্য বলেছেন, রাজনৈতিক চাপে পড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগ করলেও লিখিতভাবে পদত্যাগ করেননি।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরণের দলবদল স্থানীয় বিএনপির মধ্যে আস্থার সংকট ও নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।