“স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখার সহজ ও কার্যকর উপায়”

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে এবং ব্যবহারিক ভুলের কারণে এটি দ্রুত ক্ষয় হতে পারে। ব্যাটারির আয়ু দীর্ঘায়ু করার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলা জরুরি। চলুন জেনে নিই, কিভাবে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

১. সারারাত চার্জে রাখবেন না
অনেকেই রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন চার্জে লাগিয়ে রাখেন। তবে ফুল চার্জ হয়ে যাওয়ার পরও ফোন অ্যাডাপ্টারের সঙ্গে সংযুক্ত থাকলে ধীরে ধীরে ব্যাটারির ওপর চাপ পড়ে। এটি ব্যাটারির ক্ষয় বাড়ায়। তাই সারারাত ফোন চার্জে রাখার অভ্যাস ত্যাগ করুন।

২. নতুন ফোন কিনলেই ব্যবহার করবেন না
নতুন ফোনে কিছুটা চার্জ থাকা অবস্থায় ব্যবহার শুরু করলে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই নতুন ফোন কেনার পর প্রথমে পুরো চার্জ করে নিন, তারপর ব্যবহার শুরু করুন।

৩. যখন-তখন চার্জ দিবেন না
ফোনের ব্যাটারি লিথিয়াম-আয়ন হলে ব্যাটারির আয়ু দীর্ঘ করতে নিয়মিত সময়মতো চার্জ দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, লো ব্যাটারি ওয়ার্নিং পাওয়া মাত্রই চার্জ দেওয়া উচিত। ফোনকে একদম শূন্যে না ফেলা এবং অর্ধেক চার্জে যেকোনো সময় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।

৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন
ব্যবহারের পরও অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ব্যাটারি দ্রুত খায়। তাই ফোন ব্যবহার শেষে ব্যাকগ্রাউন্ডে চলমান সব অ্যাপ বন্ধ করুন।

৫. চার্জিং-এর সময় ফোন ব্যবহার করবেন না
চার্জিং চলাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির ওপর চাপ বেড়ে যায়, চার্জ নিতে সময় বেশি লাগে এবং ব্যাটারির আয়ু কমে যায়। তাই ফোন চার্জ দেওয়ার সময় ব্যবহার এড়িয়ে চলুন।

৬. ফাস্ট চার্জার ব্যবহার এড়ান
ফাস্ট চার্জার দ্রুত চার্জ করলেও এটি ব্যাটারির কার্যক্ষমতা কমায় এবং ফোনের আয়ু হ্রাস করে। তাই অপ্রয়োজনীয়ভাবে ফাস্ট চার্জার ব্যবহার করবেন না।

৭. নিজস্ব চার্জার ব্যবহার করুন
প্রতিটি ফোনের সঙ্গে উপযুক্ত চার্জার আসে। দীর্ঘদিন ভালো রাখতে অবশ্যই ফোনের নিজস্ব চার্জার ব্যবহার করুন।

৮. সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করুন
বিশেষজ্ঞরা বলেন, সপ্তাহে অন্তত একবার ফোনকে অন-অফ করলে ডিভাইসের বিভিন্ন সমস্যা সমাধান হয় এবং ব্যাটারির আয়ু বাড়ে।

এই সাধারণ কিন্তু কার্যকরী নিয়মগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে, চার্জ ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফোনের কর্মক্ষমতাও অপরিবর্তিত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226