গুগলের এআই ওভারভিউয়ের বিরুদ্ধে মামলা করলো পেনস্কে মিডিয়া

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

রোলিং স্টোন, বিলবোর্ড ও ভ্যারাইটির মালিক পেনস্কে মিডিয়া গুগলের এআই ওভারভিউয়ের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ—গুগল অনুমতি ছাড়াই কন্টেন্ট ব্যবহার করে, যার ফলে ওয়েবসাইটে ভিজিটর ও আয় কমে যাচ্ছে। এটি গুগলের এআই সার্চ ফিচারকে লক্ষ্য করে মার্কিন প্রকাশকদের করা প্রথম বড় মামলাগুলোর একটি।

গুগলের এআই ওভারভিউ ব্যবহারকারীদের সার্চের শুরুতেই সারমর্ম দেখায়, ফলে তারা মূল ওয়েবসাইটে ক্লিক না করেই তথ্য পেয়ে যাচ্ছেন।

প্রকাশকদের দাবি, এতে তাদের ক্লিক-থ্রু রেট ও ট্র্যাফিক কমছে, ফলে আর্থিক ক্ষতি হচ্ছে।

উইকিহাউ ও চেগ–এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও একই অভিযোগ করেছে যে, গুগল তাদের কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করছে।

এআই সারাংশের কারণে অনেক প্রকাশক ও লেখক ক্ষতির মুখে পড়েছেন, এবং কপিরাইট ও ন্যায্য ক্ষতিপূরণের প্রশ্ন উঠেছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলো ইতিমধ্যে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226