ভারতে সব মোবাইল ফোনে বাধ্যতামূলক বিশেষ অ্যাপ চালুর নির্দেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

সাইবার প্রতারণা ও চুরি হওয়া মোবাইল ফোনের অপরাধ ঠেকাতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। এবার দেশের সকল স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সরকারের সাইবার নিরাপত্তা অ্যাপ ‘সঞ্চার সাথী’। গ্রাহকরা চাইলে এই অ্যাপ ফোন থেকে মুছে ফেলতেও পারবেন না।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, টেলিকম মন্ত্রণালয় ইতোমধ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে। যদিও সরকারিভাবে এখনো কোনো গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ২৮ নভেম্বর ফোন নির্মাতাদের কাছে পাঠানো চিঠিতে ৯০ দিনের মধ্যে সব নতুন ফোনে অ্যাপটি প্রি-ইনস্টল করার বাধ্যবাধকতা জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন বাজার ভারত। দেশটিতে ব্যবহারকারী সংখ্যা ১.২ বিলিয়নের বেশি। এই বিপুল পরিসরের ব্যবহারকারীকে সাইবার নিরাপত্তার আওতায় আনতেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ।

‘সঞ্চার সাথী’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৭ লাখ চুরি যাওয়া ফোন উদ্ধার করা গেছে বলে সরকারি তথ্য জানিয়েছে। কেবল অক্টোবর মাসেই উদ্ধার হয়েছে প্রায় ৫০ হাজার মোবাইল।

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে থাকা এই অ্যাপের মূল সুবিধাগুলো হলো-

* প্রতারণামূলক কল, এসএমএস ও হোয়াটসঅ্যাপ রিপোর্ট করা।
* চুরি হলে আইএমইআই ব্লক করে ফোনের নেটওয়ার্ক বন্ধ করা।
* নিজের নামে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই।
* সন্দেহজনক সিম ব্লক করার সুযোগ।
* কেনা ফোনটি আসল না নকল, তা শনাক্ত করা।

কেন্দ্রীয় সরকারের আশা, এই অ্যাপ বাধ্যতামূলক হলে সাইবার অপরাধ, ফোন চুরি ও নকল মোবাইল বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226