এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম

দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়িভাড়া ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার করার প্রস্তাব দেয়। তবে শিক্ষকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে মূল বেতনের ওপর শতাংশ হারে ভাতা দেওয়ার দাবি জানান এবং আন্দোলন চালিয়ে যান।
শিক্ষক-কর্মচারীরা ঢাকায় মহাসমাবেশ করে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেন। তারা ঘোষণা করেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলন শুরু হবে।
এমন প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। জানা গেছে, আগামী রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বাড়িভাড়া ভাতা শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব পাঠানো হবে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ পৃথকভাবে প্রস্তাবের ফাইল প্রস্তুত করেছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ইতোমধ্যে এ প্রস্তাব অনুমোদন দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ওপর ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ—এই চার ধরনের হারে প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় যে হার অনুমোদন করবে, সেটিই কার্যকর হবে।