জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ: ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মঙ্গলবার জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর এবং শেষ হবে ২৪ ডিসেম্বর। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬।
পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বণ্টন:
বাংলা: ১০০
ইংরেজি: ১০০
গণিত: ১০০
বিজ্ঞান: ৫০
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: ৫০
মোট: ৪০০ নম্বর, প্রতিটি পরীক্ষা ৩ ঘণ্টার।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী (৭ম শ্রেণির প্রান্তিক শিক্ষার্থীদের ফল অনুযায়ী) এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনমতো এই সংখ্যা পরিবর্তন করতে পারবে।