মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠন করছে সরকার

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) দুটি পৃথক অধিদপ্তরে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন কাঠামো অনুযায়ী একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক জট ও কার্যক্রমের ভারসাম্যহীনতা দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রবিবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রস্তাবে সম্মতি দেওয়ার পর পৃথক অধিদপ্তর গঠনের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে পৃথক জনবল কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা এবং সম্পূর্ণ প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্ম সচিবকে। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রস্তাব চূড়ান্ত করবেন।
উল্লেখ্য, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে পৃথক করার সুপারিশ করা হয়েছিল। সেই অনুযায়ী দুটি নতুন অধিদপ্তর— মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর— গঠনের পরিকল্পনা ছিল, তবে বাস্তবায়ন হয়নি। কেবল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আলাদাভাবে প্রতিষ্ঠিত হয়।
সম্প্রতি সরকারের শিক্ষা খাতে সংস্কার প্রস্তাবেও মাউশিকে ভাগ করার বিষয়টি আবার সামনে আসে। তবে এ সিদ্ধান্তকে ঘিরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এবং মাধ্যমিক শিক্ষকরা বিপরীত অবস্থানে রয়েছেন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চান, মাউশি একত্রে থাকুক; অন্যদিকে মাধ্যমিক শিক্ষকরা জোর দাবি জানাচ্ছেন, তাঁদের জন্য দ্রুত আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করা হোক।