এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আসছে। এখন থেকে এই নিয়োগ হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে পরীক্ষা, মূল্যায়ন ও সুপারিশ করা হবে।

জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এ প্রক্রিয়া তদারকি করবে।

এ কমিটিতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকতে পারবেন না, যাতে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়।

দীর্ঘদিন ধরে এই পদগুলো পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ হয়ে আসছিল, যেখানে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল।

সহকারী শিক্ষক নিয়োগ বর্তমানে এনটিআরসিএর মাধ্যমেই হয়ে থাকে।

শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজের কর্মচারী নিয়োগ প্রক্রিয়াও পরিবর্তন করেছে, যেখানে পরিচালনা পর্ষদের ক্ষমতা কমানো হয়েছে।

নতুন নিয়মের লক্ষ্য—যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলা এবং শিক্ষা খাতে স্বচ্ছতা বৃদ্ধি করা।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226