গাজায় হামাস ও দুগমুশ গোত্রের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৭

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে এই ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর তেল আল-হাওয়া এলাকায় অবস্থানরত দুগমুশ গোত্রের একদল সশস্ত্র সদস্যকে ঘিরে ফেলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় হামাসের আট সদস্য নিহত হন।
স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ জন এবং হামাসের আট যোদ্ধা প্রাণ হারান। তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন, সেখানে হামাসের প্রায় তিন শতাধিক যোদ্ধা অভিযান চালালে ঘণ্টার পর ঘণ্টা গুলিবিনিময় চলে।
তীব্র সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির মধ্যে পড়ে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। অনেকেই জানান, তারা এবার ইসরায়েলি হামলা নয়, বরং নিজেদের লোকদের মধ্যকার সংঘর্ষের ভয়েই ঘর ছাড়ছেন।
দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী পরিবারগুলোর একটি, যাদের সঙ্গে হামাসের দীর্ঘদিনের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। অতীতেও তাদের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
অন্যদিকে দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, হামাস যোদ্ধারা একসময় জর্ডানিয়ান হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি ভবনে প্রবেশের চেষ্টা করেন। আল-সাব্রা এলাকায় ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর সেখানে দুগমুশ পরিবারের কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছিল। তাদের দাবি, হামাস সেই পরিবারগুলোকে উচ্ছেদ করে ভবনটিকে নিজেদের নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।