ব্রাজিলের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের আগ্রহ, ড. ইউনূসের সঙ্গে রোমে বৈঠক

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ এএম

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বৈঠকে তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। লুলা দা সিলভা মনে করেন, তাঁর এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও অর্থবহ করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)-এর অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সেদিনই এফএও আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস ও লুলা দা সিলভা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারা একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন, যেখানে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে বলেন, “আমি বাংলাদেশে যাব।” তিনি জানান, ব্রাজিল বাংলাদেশের ক্ষুদ্রঋণ মডেল ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী।
ড. ইউনূস তাঁর এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, এটি দুই দেশের উন্নয়ন সহযোগিতাকে আরও এগিয়ে নেবে। বৈঠকে তারা গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ পদক্ষেপ এবং আসন্ন কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণ বিষয়েও আলোচনা করেন।
এ সময় ড. ইউনূস তাঁর পূর্ববর্তী ব্রাজিল সফরের অভিজ্ঞতা শেয়ার করেন। বৈঠকের শেষে প্রেসিডেন্ট লুলা প্রধান উপদেষ্টাকে কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তবে ড. ইউনূস ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক ব্যস্ততার কারণে কপ সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে তাঁকে অবহিত করেন।