ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়ার পরামর্শ এরদোয়ানের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের শান্তি সমাধান নিয়ে আলোচনা চলাকালীন সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবার নতুন এক বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছেন — ধূমপানবিরোধী প্রচার।

মিশরে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ত্যাগের পরামর্শ দেন। তুর্কি সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যায়, এরদোয়ান বলেন,
“আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি, আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনাকে ধূমপান বন্ধ করাতে হবে।”

তাদের পাশে দাঁড়ানো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই কথায় হেসে বলেন, “এটা অসম্ভব!”
জবাবে মেলোনি রসিকতা করে বলেন, “ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি কাউকে হত্যা করতে চাই না।”

উল্লেখ্য, জর্জিয়া মেলোনি তার আত্মজীবনীমূলক বইয়ে স্বীকার করেছেন যে, ধূমপান তাকে কূটনৈতিক সম্পর্ক গড়তে সাহায্য করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তুরস্ককে ধূমপানমুক্ত ভবিষ্যৎ উপহার দেবেন।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226