ভারতের তিন কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম

ছবি: সংগৃহীত

ভারতের তিনটি কফ সিরাপকে বিপজ্জনক ও প্রাণঘাতী বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, এসব সিরাপে এমন উপাদান রয়েছে যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং শিশুদের জীবনের জন্য হুমকির কারণ হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচওর সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি হলেও এতে ডায়াথিলিন গ্লাইকোল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। সাধারণত এই রাসায়নিকটি ওষুধ তৈরিতে দ্রাবক হিসেবে স্বল্পমাত্রায় ব্যবহার করা হয়, তবে অতিরিক্ত পরিমাণে ব্যবহৃত হলে তা শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে কিডনি বিকল, লিভার ক্ষতি ও মৃত্যু ঘটাতে পারে।

সতর্কবার্তায় যেসব কফ সিরাপের নাম উল্লেখ করা হয়েছে—
১️. কোল্ডরিফ, প্রস্তুত করেছে শ্রেসান ফার্মাসিউটিক্যালস।
২️. রেসপিফরেশ টিআর, উৎপাদনকারী রেডনেক্স ফার্মাসিউটিক্যালস।
৩️. রিলাইফ, প্রস্তুত করেছে শেপ ফার্মা।

ভারতের সরকারি ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচওর সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে এই সিরাপগুলোর মান যাচাই ও নমুনা পরীক্ষার পদক্ষেপ শুরু করেছে। সংস্থার কর্মকর্তারা বলেন, “ওষুধের মান নিয়ন্ত্রণে নতুন করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

ডব্লিউএইচও জানিয়েছে, গত আগস্টে ভারতের বিভিন্ন অঞ্চলে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই সিরাপগুলোর রাসায়নিক উপাদান নিয়ে তদন্ত শুরু হয় এবং পরবর্তীতে ডব্লিউএইচওর সতর্কবার্তা জারি করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল দেশকে পরামর্শ দিয়েছে, এই তিনটি কফ সিরাপ যদি বাজারে থাকে, তবে অবিলম্বে বিক্রি, বিতরণ ও ব্যবহার বন্ধ করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226