ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে: জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করেছেন, চলমান শান্তি প্রক্রিয়া যদি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দিকে এগোতে না পারে, তবে মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে। তিনি এই মন্তব্য করেছেন মিসরের শার্ম আল-শেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার ওপর অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের আগে বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে।

বাদশাহ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি স্থায়ী ভবিষ্যৎ এবং আরব-মুসলিম বিশ্ব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তার মতে, একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্র সমাধান: পশ্চিম তীর ও গাজায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান ভিত্তিতে শান্তি।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বাদশাহ ও অন্যান্য আঞ্চলিক নেতাদের বৈঠকে শান্তি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছেন।

বাদশাহ আব্দুল্লাহ ইরান, কাতার এবং হামাস-নিয়ন্ত্রিত গাজার ওপর ইসরায়েলি হামলার উল্লেখ করেন। তিনি বলেন, “এই অঞ্চলে সংঘাত বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে।” তবে তিনি কিছু ইসরায়েলি নেতার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন। হামাস এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতার ও মিশরের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

বাদশাহ সতর্ক করে বলেন, ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তির মধ্যে জটিলতা রয়েছে, তাই মার্কিন প্রেসিডেন্টের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিশ্চিত না হলে পুরো অঞ্চল ধ্বংসপ্রায় পরিস্থিতির মুখোমুখি হবে।

জর্ডানের জনসংখ্যার ৫০% ফিলিস্তিনি বংশোদ্ভূত। দেশটি ১৯৯৪ সাল থেকে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি পালন করছে। বাদশাহ আব্দুল্লাহ আশা প্রকাশ করেন, তার জীবদ্দশায় ফিলিস্তিনি রাষ্ট্রসহ স্থায়ী শান্তি চুক্তি দেখতে পারবেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনা হস্তক্ষেপে ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাদশাহ আব্দুল্লাহ যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে সম্ভাবনার মুহূর্ত হিসেবে দেখছেন, যদিও ইতিহাস বেশি আশার কারণ দেয় না।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226